• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০১:১০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০১৯, ০১:১০ পিএম

রাজধানীতে পুলিশের পিকআপ ফুটপাতে, ওসিসহ আহত ৩

রাজধানীতে পুলিশের পিকআপ ফুটপাতে, ওসিসহ আহত ৩
পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে- ছবি: সংগৃহীত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে পুলিশের পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। সেখানে লাইটপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেরে বাংলা নগর থানা এলাকার দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন- রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুদ পারভেজ, তার গাড়িচালক মহসিন ও আকিদুল ইসলাম নামে একজন আনসার সদস্য। গাড়িটি ব্যবহার করতেন ওসি মাসুদ পারভেজ।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, গাড়িটি রামপুরা থানার গাড়ি। জানতে পেরেছি, গাড়ির চালক তদন্ত কর্মকর্তাকে নিয়ে চন্দ্রিমা উদ্যানের লেক রোড দিয়ে যাওয়ার সময় সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে পড়ে। সেটাকে বাঁচাতে গিয়ে গাড়িটি ফুটপাতে উঠে যায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির বলেন, আমাদের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তিন জন আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে পারব না। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এইচএম/টিএফ

আরও পড়ুন