• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০২:৩০ পিএম

রাজধানীতে পিকআপভ্যান উল্টে ১৩ পুলিশ আহত

রাজধানীতে পিকআপভ্যান উল্টে ১৩ পুলিশ আহত
আহত এপিবিএনর সদস্যরা চিকিৎসা নিচ্ছেন

রাজধানীর বনানীতে একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন। আহতদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ।

আহত মোশারফ হোসেন জানান, সকালে উত্তরা সদর দফতর থেকে একটি পিকআপভ্যানে চড়ে এপিবিএনর ১৫ জন সদস্য ধানমণ্ডির সুধাসদনের সামনে ডিউটির উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ করে একটি ভ্যান এর সামনে এসে পড়ে। এ সময় ভ্যানটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, আহত এপিবিএন সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন। দুজন বেশি জখম হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।  

এইচএম/একেএস

আরও পড়ুন