• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০২:৩২ পিএম

রুপনগরে সিলিন্ডার বিস্ফোরণ 

চলে গেল আরেক শিশু মিজান

চলে গেল আরেক শিশু মিজান
ঢাকার রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের স্বজনদের আহাজারি- ফাইল ছবি

রাজধানীর রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মারা গেল মিজান নামের আরেক শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১০ নভেম্বর) ভোরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে রাজধানীর রুপনগরে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ ও আহতদের মধ্যে ৮ জন মারা গেল। এ ঘটনার পরই রুপনগর থানা পুলিশ বেলুন বিক্রেতা আবু সাঈদকে আহতাবস্থায় পঙ্গু হাসপাতাল থেকে গ্রেফতার করে। 

গত ৩০ অক্টোবর বিকালে মিরপুর রূপনগরের মনিপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় বেলুন বিক্রেতা বেলুনে গ্যাস ভরছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশু নিহত হয়। হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায়। এ ঘটনায় আহত অবস্থায় পুলিশ বেলুন বিক্রেতাকে আটক করে।

রুপনগর থানা পুলিশ জানায়, রাজধানীর রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছিল ছোট বড় মিলে ১৫ থেকে ১৬ জন। ঘটনাস্থলে ৫ শিশু মারা যায়। আজ সকালে মারা যায় শিশু মিজান। মিজান তার মা-বাবার সঙ্গে রুপনগরের পাশে বস্তিতে থাকতো। 

ঢামেক হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, মিজানের খাদ্যনালীসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছিল। এ কারণে তাকে বাঁচানো যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

এইচএম/টিএফ

আরও পড়ুন