• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৮:৪১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ০৯:১৫ এএম

গুলিস্তান পার্ক থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

গুলিস্তান পার্ক থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তান পার্ক থেকে সানি নামের ৫ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অলিম্পিক ভবন সংলগ্ন মোড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মরদেহটি একটি বস্তার ভিতরে ছিল। বস্তাটি একটি তোষক দিয়ে ঢাকা ছিল। শিশুটির মাথার ডান পাশে কানের কাছে থেতলানো আঘাত এবং গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু সানিকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহটি বস্তাবন্দি করে তোষকের নিচে রেখে দেয়া হয়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির বাবার নাম সাগর। মায়ের নাম ঝর্ণা বেগম। তারা গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ভাসমান থাকতো। এর আগে, গত শনিবার রাত ১১টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। 

এইচএম/একেএস

আরও পড়ুন