• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৭:২৫ পিএম

লবণ নিয়ে গুজব ঠেকাতে পুলিশকে মাঠে নামার নির্দেশ

লবণ নিয়ে গুজব ঠেকাতে পুলিশকে মাঠে নামার নির্দেশ
ফাইল ছবি

লবণ নিয়ে গুজব ছড়িয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য দোকানে দোকানে তল্লাশি চালাতে নির্দেশনা দিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ওয়্যারলেসে ডিউটিরত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। পাশাপাশি লবণ মজুদের হোতাদের চিহ্নিত করা এবং আইনের আওতায় নেয়ার বিষয়ে অভিযান চালাতে বলেন।

ডিএমপির একাধিক ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্দেশনা পেয়ে থানা এলাকার পুলিশ সদস্যরা বিভিন্ন দোকানে ও গোডাউনে গিয়ে লবণের মজুদের খোঁজ-খবর নিতে শুরু করেছেন। পাশাপাশি লবণ কিনতে আসা ক্রেতাদের বিষয়টি ‘গুজব’ এটা বুঝানোর চেষ্টা করছেন। এ বিষয়ে যেন উদাসীনতা না থাকে, তা-ও বলছেন। 

এদিকে, তেজগাঁও থানার ওসি শামীম বলেছেন, কারওয়ান বাজারে লবণ সংক্রান্ত দাম বাড়ানোর বিষয়ে পুলিশকে নজরদারির জন্য নামানো হয়েছে। পুলিশ কাঁচাবাজারের ব্যবসায়ীদের লবণের দাম যাতে বেশি না নেয়, এ বিষয়ে সতর্ক করছেন।

এইচএম/টিএফ

আরও পড়ুন