• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৬:৪০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৬:৫১ পিএম

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

পুরান ঢাকার টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে সোয়া ৬টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে প্রায় ৩০ থেকে ৪০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকাল ৫টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শী শাহাজাহান জানান, আমরা আগুন দেখে দ্রুত নেমে আছি। এ সময় ফায়ারসার্ভিসকে ফোন দেয়া হয়, তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বাইরে থেকে দেখা যাচ্ছে না, ধোয়ায় আচ্ছন্ন হয়েছে পুরো এলাকা। 

স্থানীয়রা জানান, মার্কেটের দোতালার ফোমের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোতলার বেশ কটি দোকান পুড়ে যায়। কাপড়ের দোকান, স্বর্ণের দোকান, কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয় বলে ধারণা করছেন তারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত রাজধানী সুপার মার্কেট ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। মার্কেটটি মূলত টিনশেড। এখানে পোশাক, প্রসাধন সামগ্রি, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান রয়েছে।


এইচএম/একেএস

আরও পড়ুন