• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ১১:০০ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ১১:০৪ এএম

ধানমণ্ডিতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

ধানমণ্ডিতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর ধানমণ্ডিতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গৃহবধূর বাবা ধানমণ্ডি মডেল থানায় বাদি হয়ে শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। 

রোববার (১ ডিসেম্বর) রাত ৯টার পর বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মিতানূর।

মিতানূরের স্বামী তামিম বলেন,  তার মা-বাবা বিভিন্ন সময় মিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নিচু ফ্যামিলি বলেই এমন করতেন। বঞ্চনা সইতে না পেরে সাড়ে ৩ মাসের ছোট শিশুকে রেখে আত্মহত্যা করেছেন মিতা নূর। তিনি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার মা-বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার প্রমাণ পেয়েছে তারা। রাতেই এ ঘটনায় মৃত গৃহবধূর বাবা শ্বশুড়-শ্বাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

আরও পড়ুন