• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ১১:৩৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ১২:০০ পিএম

ট্রাফিক সচেতনতা পক্ষ শেষ হচ্ছে আজ

ট্রাফিক সচেতনতা পক্ষ শেষ হচ্ছে আজ

‘ট্রাফিক সচেতনতা পক্ষ’ আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শেষ হচ্ছে। নতুন সড়ক পরিবহণ আইন নিয়ে সচেতনতা তৈরিতে ২১শে নভেম্বর থেকে শুরু হয় এ কার্যক্রম। পুরোটা সময় নগরবাসীকে নতুন আইন মানতে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে পুলিশ। নভেম্বরের শুরু থেকেই এ ধরনের কার্যক্রম চললেও, এবার ১৫ দিন বিশেষভাবে কাজ করেছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বাস ও মোটর সাইকেলের চালকরা আইন মানতে শুরু করলেও, বেগ পেতে হচ্ছে পথচারীদের ক্ষেত্রে।

ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন মোড়ে পুলিশের সঙ্গে কাজ করছে রোভার স্কাউট ও বিএনসিসি’র সদস্যরা। নির্দিষ্ট স্থান ছাড়া বাস থামালে দেয়া হয়েছে মামলা। শুধু যানবাহনের চালকই নয়, সচেতন করা হচ্ছে পথচারীদেরও। পথচারীদের জেব্রা ক্রসিং দিয়ে পার হতে সহায়তা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাফিক আইন অমান্য করায় জরিমানাও করা হয়েছে পথচারীদের। পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া মোটর সাইকেলের চালকদের জ্বালানি দেয়া হচ্ছে না। রাজধানীতে জনসচেনতনতার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিআরটিএ।

জেডএইচ/টিএফ
 

আরও পড়ুন