• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ০৯:৪৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ১০:১৪ এএম

লাল বাসে চড়ে ক্যাম্পাসে আসা হলো না সাদিয়ার

লাল বাসে চড়ে ক্যাম্পাসে আসা হলো না সাদিয়ার
সাদিয়া আক্তার

শরীরে বিঁধেছিল মরণব্যাধী ক্যান্সার। ধীরে ধীরে সব হয়ে যাচ্ছিল নিস্তেজ। তাতেও থামেনি স্বপ্ন দেখা। জীবনের গোধূলিতে পৌঁছেও নিজের কল্পনায় ভাসিয়ে তুলেছিলেন তিতুমীর কলেজের লাল-বাসে চড়ার স্বপ্ন। সৃষ্টিকর্তা আর পূরণ করলেন না তা। নিয়ে গেলেন পৃথিবী থেকে অনেক অনেক দূরে।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মেনে নিলেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে জীবন যুদ্ধের এই লড়াকু সৈনিক হার মেনে নেন।

তার অসুস্থতার পর চিকিৎসা ব্যয় বহনে এগিয়ে এসেছিলেন অনেকে। নিজ প্রতিষ্ঠান তিতুমীর কলেজ থেকেও চেষ্টা চালানো হয়েছিল তাকে বাঁচিয়ে তোলার। কিন্তু শেষ পর্যন্ত আর তা সম্ভব হয়নি। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এগিয়ে আসা মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেছিলেন সময়টা হয়তো ফুরিয়ে এসেছে, হলোও তাই। তার শেষ ইচ্ছানুযায়ী তিতুমীর কলেজেই শনিবার বেলা এগারোটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিএস