• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৯, ১০:৪১ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০১৯, ১০:৪১ এএম

কারওয়ানবাজারে পেট্রোবাংলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

কারওয়ানবাজারে পেট্রোবাংলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 
পেট্রোবাংলা ভবন

রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। 

শনিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। 

ফায়ার সার্ভিস জানায়, পেট্রোবাংলা ভবনের ১৪ তলার দুটি ফ্লোরে আগুন লেগেছে। মোবাইলফোনে আমাদের আগুনের খবর জানালে তাৎক্ষণিক ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার বিষয়টি এখনো জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ২৬ মিনিটের দিকে ভবনটির ওপর থেকে ধোঁয়া বের হতে দেখি। এরপর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। 

বিএস