• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৮:২৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৮:২৯ পিএম

হাইকোটের সামনে তিনটি মোটরসাইকেল ভস্মীভূত

হাইকোটের সামনে তিনটি মোটরসাইকেল ভস্মীভূত
কে বা কাহারা হাইকোর্টের সামনে তিনটি মটর সাইকেলে আগুন দেয় -ছবি : জাগরণ

হাইকোর্টের সামনে পর পর তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল জ্বালিয়েছে দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

২৭ নভেম্বর (বুধবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির ৫০০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি রায় বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। ওই রায়কে কেন্দ্র করে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। নাশকতার ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।

এইচএম/এসএমএম

আরও পড়ুন