• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:৫৫ পিএম

‘কেরানীগঞ্জের অগ্নিদগ্ধদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার’

‘কেরানীগঞ্জের অগ্নিদগ্ধদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার’
ঢামেক চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খবর নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক -ছবি : জাগরণ

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ সবার চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন সব রোগীর অবস্থা আশঙ্কাজনক।

ভবন মালিকদের আইনের আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশিরভাগ ভবন মালিক সরকারি নির্দেশনা মেনে মিল কল-কারখানা নির্মাণ করেনি। এটি আর মেনে নেয়া হবে না। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে ভবন মালিককে সরকারিভাবে চাপ প্রয়োগ করা হবে।ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ মেডিসিন সোসাইটি সাধারণ সম্পাদক ডা. আহমেদুল কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আরএম/একেএস

আরও পড়ুন