• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৭:০৮ পিএম

কেরানীগঞ্জে আগুন

দ্গ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটের লাইফ সাপোর্টে

দ্গ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটের লাইফ সাপোর্টে

ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফসাপোর্টে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন সাংবাদিকদের এ তথ্য জানান। 

চিকিৎসকরা বলছেন, শ্বাসনালি পুড়ে যাওয়ায় ঢামেকর বার্ন ইউনিটে চিকিৎসাধীন বাকি ১০ জনও মৃত্যুঝুঁকিতে রয়েছে। তাদের মধ্যে ৭ জন হায়ার ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন।

জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন জানান, বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিট থেকে ১০ জনকে আমাদের এখানে লাইফসাপোর্টে রাখা হয়। তাদের মধ্যে মেহেদী ও ওমর ফারুক মারা যান। বাকি ৮ জন এখনও লাইফসাপোর্টে আছেন। তাদের বাঁচার সম্ভাবনা অনেক কম। প্রত্যেকের শ্বাসনালী ঝলসে গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন ঘটনাস্থলে ও বাকি ১২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে স্বেচ্ছায় তার স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন।

আরএম/একেএস

আরও পড়ুন