• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২০, ০২:১১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৯, ২০২০, ০৩:২৬ পিএম

মুক্তিযোদ্ধা ফকরুল ইসলাম মানিক আর নেই

মুক্তিযোদ্ধা ফকরুল ইসলাম মানিক আর নেই
এ টি এম ফকরুল ইসলাম মানিক

মুক্তিযোদ্ধা, কৃতি ফুটবল খেলোয়ার এ টি এম ফকরুল ইসলাম মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শুক্রবার নিজ জেলা পঞ্চগড়ের বোদা উপজেলার জামে বোদা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বোদা উপজেলায় দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ২ কন্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

এ টি এম ফকরুল ইসলাম মানিক পঞ্চগড় জেলার বোদা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে অংশ নেন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সক্রিয় সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফকরুল স্বাধীনতার পূর্বেই তদকালীন কমিউনিস্ট পার্টির (আন্ডারগ্রাউড) সদস্য ছিলেন। তিনি বৃহত্তর দিনাজপুর (পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর) এলাকার একজন কৃতি ফু্টবল খেলোয়ারও ছিলেন। মৃত্যুর আাগ পর্যন্ত তিনি ইউসিবি ব্যাংকে সিনিয়র এবিপি ছিলেন।

এএইচএস/একেএস

আরও পড়ুন