• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ১২:০১ পিএম

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমান বন্দরে বিমানের সিঁড়ির নিচ থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট। যার ওজন ৪ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কেটি ৩২ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণের কোনো দাবিদার পাওয়া যায়নি।

শনিবার (১১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সোলাইমান হোসেন।

তিনি জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেনটিভ ইউনিট আউট বে এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। বিকাল ৫টা ৩৮ মিনিটে আউট বে এর ২৫ নম্বরে অবতরণ করে কুয়ালালামপুর থেকে আসা ইউএসবাংলা এয়ারলাইন্সের বিএস৩১৬ ফ্লাইটটি। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পর তল্লাশির এক পর্যায়ে সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। উদ্বারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কেটি ৩২ লাখ টাকা। 

এইচএম/একেএস