• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২০, ০৩:৫৩ পিএম

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগে বুড়িগঙ্গার শাখা নদীতে ড্রেজিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। নদী শাসনের জন্য পাইলিংয়ের কাজ করার সময় পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার যুক্ত হয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এতে ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকালে শিকদার মেডিকেলের পেছনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরেও দুইজন।

নিহত তিন শ্রমিক হলেন- সিরাজগঞ্জের জরু শেখ (৪৫), তার ভাই সাইফুল শেখ (৩৫) ও বগুড়ার মঞ্জুরুল হক (৪০)।

আহত দুই শ্রমিককে শিকদার মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী জানান, ঝুলন্ত একটি বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই তিন শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএমএম