• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:২৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০৮:২৪ পিএম

বাংলা ভাষায় সাইনবোর্ড না লেখায় উচ্ছেদ অভিযান

বাংলা ভাষায় সাইনবোর্ড না  লেখায় উচ্ছেদ অভিযান
ডিএনসিসির উচ্ছেদ অভিযান ● সংগৃহীত

সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে মিরপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা নিশ্চিতকরণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসিসির অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় ডিএনসিসির মিরপুর সেকশন ২ এলাকার মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া সড়কে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বিলবোর্ড, নামফলক ও ব্যানারে বাংলা না থাকায় সেগুলো অপসারণ করা হয়। প্রতিষ্ঠানগুলোকে সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি অবিলম্বে বাংলা ভাষায় লিখে স্থাপন করার নির্দেশনা দেয়া হয়।

জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে সড়কের ওপর নির্মিত রূপনগর আবাসিক এলাকার ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর সড়কের প্রবেশপথে মোট ৬টি গেট উচ্ছেদ করে অপসারণ করা হয়। অভিযান চলাকালে মিরপুর আইডিয়াল কলেজ ও রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ এলাকার আশেপাশের অবৈধ স্থাপনাসমূহও উচ্ছেদ করা হয়।

এসএমএম