• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৪, ২০২০, ০৭:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২০, ০৭:১৮ পিএম

‘মশা মারতে কোনও গাফিলতি সহ্য করা হবে না’

‘মশা মারতে কোনও গাফিলতি সহ্য করা হবে না’
গণমাধ্যমের সাথে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ● জাগরণ

মশক নিধনে কোনও গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর রূপনগরে কিউলেক্স মশা নিধনে বিশেষ অভিযান উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, মশক নিধনের পর্যাপ্ত কীটনাশকসহ জনবল রয়েছে। তারা দিন রাত কাজ করছে। মশার উৎপত্তিস্থল ধ্বংসের কাজ চলছে। তারপরও মশা না কমলে প্রয়োজনীয় গবেষণা করা হবে।

মন্ত্রী বলেন, বিশ্বের কোনও দেশই মশামুক্ত নয়। বাংলাদেশেও মশা মুক্ত নয়। বিশ্বে কখনও এটা বাড়ে এবং এটা নিন্ত্রয়ণ করা যায়। আমরা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছি। এ সময়ে মশা বাড়ার প্রবণতা বাড়ে তাই এখন থেকেই কাজ করতে হবে এবং কোথাও কোনও দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। 

এসএমএম