• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ০২:২০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২০, ০২:৪২ পিএম

মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে আগুন

মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে আগুন
আগুন নেভানোর কাজ চলছে ● জাগরণ

রাজধানীর মিরপুর ১০ নম্বরের একটি ঝুটপট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তবে ওই ভবন থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে। কোনও আগুনের হলকা দেখা যাচ্ছে না। তবে ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, ঝুটের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত। তবে এখনও আগুন লাগার  পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ওই ভবনে অল্পকিছু বাসিন্দা ছিলেন। তারা বের হয়ে এসেছেন। দুপুরের খাবারের বিরতি থাকায় ভবনটিতে কম লোকজন ছিল। তাই কেউ হতাহত হয়নি। 

ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সহায়তা করছেন। আগুন নেভাতে গিয়ে এক আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। উৎসুক জনতার ভিড়ও কম নয়।  

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মোহাম্মদ রায়হান জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। 

এসএমএম