• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ১৭, ২০২০, ১১:০১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৭, ২০২০, ১১:০১ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

লাল-সবুজের আলোয় আলোকিত সড়ক ভবন

লাল-সবুজের আলোয় আলোকিত সড়ক ভবন

যে মহান নেতার কারণে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ, সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আলোয় আলোয় সেজেছে রাজধানীসহ গোটা দেশ।

জাতীয় সংসদ ভবন, সুপ্রিমকোর্ট থেকে শুরু করে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। 

তবে সবকিছু ছাপিয়ে লাল-নীল-সবুজ আলোকসজ্জা গায়ে মেখে এক নতুন রূপে যেন হাজির হয়েছে সড়ক ভবন।

রাজধানীর অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র হাতিরঝিল সংলগ্ন সড়ক ভবনকে সাজানো হয়েছে বর্ণিল আলোয়। বঙ্গবন্ধুর জীবন আদর্শের দুর্লভ ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লাল-সবুজের পতাকার আদলে হরেক রকমের আলোয় সজ্জিত এ ভবন।

যা বাড়তি আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি করেছে ছুটির সন্ধ্যায় হাতিরঝিলে ঘুরতে আসা জনমনে।  বিরাজ করছে এক উৎসমুখর পরিবেশ। এদিকে সোমবার রাতে পূর্ব ঘোষণা ছাড়াই হাতিরঝিল পরিদর্শন করে সড়ক ভবনের আলোকসজ্জা দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও ছোট বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।