• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ০৮:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০২০, ০৮:৩০ পিএম

করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মারা গেলেন মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন

করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মারা গেলেন মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন
মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন ● সংগৃহীত

করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মারা গেলেন মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন।

শনিবার (২৮ মার্চ) ভোরে ব্রেনস্ট্রোক করলে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বারেডেম হাসপাতালে। সেখান থেকে ফিরিয়ে দেয়া হলে নিয়ে যাওয়া হয় পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল। কিন্তু মুক্তিযোদ্ধা আলমাসকে করোনা সন্দেহে কোথাও ভর্তি করে নাই বলে পরিবার সূত্রে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) মধ্যরাতে মুগদা হাসপাতালে ভর্তি করলে সেখানে সকালে ইন্তেকাল করেছেন। তার ডেথ সার্টিফিকেট  উল্লেখ করা হয়েছে তিনি  ব্রেন স্টোকে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

৩০ জানুয়ারি ১৯৭২ সালে বাসাবো মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে অস্ত্র সমর্পণকারী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমাছ উদ্দিন বিনা চিকিৎসায় চিরবিদায় নিলেন স্বাধীনতার মাসেই।

রোববার (২৯ মার্চ) বাদ জোহর বাসাবো মাঠে নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মাদারটেক কবরস্থানে দাফন করা হয়।

এসএমএম