• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৭:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২০, ০৭:৪৬ পিএম

কে শোনে কার কথা?

কে শোনে কার কথা?
সংগৃহীত ছবি

রাজধানীর প্রধান সড়কগুলোতে জনসমাগম কম থাকলেও, অলিগলিতে অহেতুক আড্ডায় ব্যস্ত অনেকে। সেনাবাহিনীর টহল টিম বারবার আহবান জানালেও কাজে আসছে না। যারা বের হচ্ছেন বলছেন, গুরুত্বপূর্ণ কাজে বাসার বাইরে তারা।

নিম্নবিত্তদের অনেকেরে অভিযোগ, স্থানীয় ভোটার না হলে পাচ্ছেন না ত্রাণ।

রাজধানী মিরপুর এলাকার চিত্র দেখে বুঝার উপায় নেই ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন সরকার। করোনা সর্তকতা কেউ কর্ণপাত করছেন না, অনেকে আবার জেনেও দিচ্ছেন না গুরুত্ব।

রাজধানীর প্রধান সড়ক গুলোতে জনসমাগম কম। গণপরিবহন না থাকায় অনেকে নিজেদের মতো করে বিকল্প ব্যবস্থায় ঝুঁকি নিয়ে চলছেন।

ত্রাণ নিয়েও রয়েছে অভিযোগ। স্থানীয় ভোটার না হওয়ায় সহায়তা পাননি এই দিনমজুর।

মানুষকে ঘরে রাখতে চেষ্টার কোনও কমতি ছিল না সেনাবাহিনীর। কিন্তু কিছুতেই অসচেতন নাগরিকদের ঘরে বসিয়ে রাখা যাচ্ছে না।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে শাস্তি দেয়া হয়েছে রিকশা চালকদের।

ব্যক্তিগত গাড়ি নিয়ে যারা বের হচ্ছেন, তাদের দাবি প্রয়োজন মেটাতেই রাস্তায় নামতে হয়েছে তাদের। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম