• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ০৬:৫০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০২০, ০৬:৫০ পিএম

করোনা সংক্রমণ: ঢাকার পরেই নারায়ণগঞ্জের স্থান

করোনা সংক্রমণ: ঢাকার পরেই নারায়ণগঞ্জের স্থান

ভয়াবহ করোনা ভাইরাসে ঢাকার অধিবাসীরা বেশি আক্রান্ত হচ্ছেন। এর পরেই স্থান করে নিয়েছে নারায়ণগঞ্জ।

সর্বশেষ ঢাকাতে মোট ৬৪ জন করোনা রোগী রয়েছে। ঢাকার পরেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা। গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে শনাক্তকৃত ১২ জনসহ মোট শনাক্ত হয়েছে ২৩ জন।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা ১২৩ জন। এই পরিসংখ্যানে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় ৩ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১২।

এইচএস/এসকে