• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৭:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২০, ০৭:২৬ পিএম

মিরপুরে লকডাউন এলাকায় বিধি-নিষেধ মানার বালাই নেই

মিরপুরে লকডাউন এলাকায় বিধি-নিষেধ মানার বালাই নেই

মিরপুরে লকডাউন চিহ্নিত এলাকায়, বিধি-নিষেধ মানার বালাই নেই। স্বাভাবিক দিনের মতোই দিব্যি লকডাউন এলাকায় আসা-যাওয়া চলছে নগরবাসীর।

যেসব এলাকা লকডাউন নয়, তারা ধরেই নিয়েছেন, কিছু হবে না তাদের। আড্ডা, চা-খাওয়া সবই চলছে। ঘরে থাকার নির্দেশনা তোয়াক্কা করছেন না বেশিরভাগ মানুষ।

লকডাইন কোয়ারেন্টিনের দেশি ভার্সন করে নিয়েছে মানুষ। বিশ্বের অন্যান্য দেশে লকডাউন মানে কোনও এলাকায় আসা-যাওয়ার বিধি-নিষেধ হলেও রাজধানীর চিত্র ভিন্ন।

মূল সড়কে উপস্থিতি কম হলেও অলিতে-গলিতে ছুটির আমেজে ঘুরছেন রাজধানীবাসী। মিরপুরের যেসব সড়ক বা গলি লকডাউন করা হয়েছে এর কোনওটিতেই নির্দেশনা মানার প্রবণতা চোখে পড়েনি। যারা স্বেচ্ছাসেবক হিসেবে লকডাউন নিশ্চিতের দায়িত্ব নিয়েছেন তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন অনেকেই।

পুলিশ কিংবা টেলিভিশন ক্যামেরার উপস্থিতি দেখলে একটু দূরে গিয়ে আবারও জমছে আড্ডা।

অলিতে-গলিতে দেখা যাচ্ছে তাদের প্রত্যেকেব কোনও না কোনও কারণ দেখাচ্ছেন। অনেকেই আবার কেমন লকডাউন চলছে এটি দেখতেও বাইরে বেরুচ্ছেন।

মিরপুর এলাকায় অন্যান্য দিনের মত রোববার (১২ এপ্রিল) ঘরে থাকা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা চোখে পড়েনি। রাজধানীর রাস্তাতেও যানবাহনের উপস্থিতি দেখা গেছে।

এসএমএম

আরও পড়ুন