• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৫:০১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৯, ২০২০, ০৫:০১ পিএম

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই যুবকের মৃত্যু

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরে মারা গেছেন এক যুবক।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে একশ ফিট নতুন বাজার এলাকার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে।

মৃতের নাম আবদুর রশিদ (৩৫)। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

তবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন।

ঘটনাস্থল থেকে ভাটারা থানার এসআই এজাজ বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। কারণ তার প্রেসকিপশনে হার্টের বিভিন্ন ওষুধ লেখা ছিল।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসএমএম

আরও পড়ুন