• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৩:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৩:৫৪ পিএম

কোভিড-১৯

লকডাউনেও প্রায় পুরনো রূপে ঢাকা

লকডাউনেও প্রায় পুরনো রূপে ঢাকা
সংগৃহীত ছবি

রমজান ও ঈদ উপলক্ষে শপিংমল ও মার্কেট খুলে দেয়ার ঘোষণার পর বদলে গেছে রাজধানীর চিত্র।

করোনাভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি এড়াতে অঘোষিত লকডাউনের মধ্যেই ঢাকা ফিরে পেয়েছে পুরনো ব্যস্ততম চেহারা।

সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও রাজধানীর প্রবেশপথ গাবতলী, আবদুল্লাহপুর, সায়েদাবাদে রয়েছে মানুষের ভিড় ও গাড়ির চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে বেগ পেতে হচ্ছে।

এতোদিন রিকশা ছাড়া প্রায় সব ধরনের যানবাহন বন্ধ থাকলেও গত দুইদিনে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকভাবে চলাচল করছে প্রায় সব ধরনের যানবাহন। কোথাও কোথাও দেখা যাচ্ছে গাড়ির জট। সরকারির পাশাপাশি কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাওয়ায় সড়কে গাড়ির চাপ বেড়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তবে সামাজিক দূরত্ব না মানলেও সড়কে বেশিরভাগ মানুষের মুখে রয়েছে মাস্ক। নগরীর অলিগলিতেও দেখা যাচ্ছে পথচারীদের ভিড়। শুধু বন্ধ রয়েছে পাবলিক, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল।

এসএমএম

আরও পড়ুন