• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২০, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২০, ০৮:০৮ পিএম

কোভিড-১৯

একদিনে সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত

একদিনে সর্বোচ্চ ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত
স্বাস্থ্যঝুঁকি নিয়ে মাঠে দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ● ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৪১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর পর্যন্ত পুলিশের ২ হাজার ৩৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এ যাবৎ সর্বোচ্চ। এর আগে গত ১১ মে তখন পর্যন্ত সর্বোচ্চ ২০৭ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পুলিশ সদর দফতর।

পুলিশের শনাক্ত ২ হাজার ৩৮২ জনের মধ্যে ১ হাজার ৪১ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

এখন পর্যন্ত মারা গেছেন সাত জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩৬১ জন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, ভাইরাসটি থেকে জনগণের সুরক্ষা ও পুলিশের আক্রান্তদের সুচিকিৎসার সব ধরনের বন্দোবস্ত তারা করে রেখেছেন।

ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা চলছে। কিন্তু এখানে স্থান সঙ্কুলান কষ্টসাধ্য হয়ে পড়ায় ঢাকায় আরেকটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসার বন্দোবস্ত করেছে পুলিশ সদর দফতর।

এসএমএম

আরও পড়ুন