• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৭, ২০২০, ০৩:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৭, ২০২০, ০৩:৪১ পিএম

ডিএনসিসি

ঢাকা উত্তর সিটিতে এডিস মশা নিধনে চিরুনি অভিযান

ঢাকা উত্তর সিটিতে এডিস মশা নিধনে চিরুনি অভিযান
ওষুধ ছিটানো হচ্ছে ● সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের এডিস মশা নিধনে চিরুনি অভিযানের দ্বিতীয় দিন রোববার (১৭ মে) একযোগে চলে পাঁচটি অঞ্চলে।

বাড্ডার শাহজাদপুরে ১০টি টিমে ভাগ হয়ে বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়। এতে নির্মাণাধীন ভবনসহ ১৬টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। বেজমেন্টসহ বিভিন্ন জায়গায় এসির জমে থাকা পানি ও জমে থাকা স্বচ্ছ পানিতে এসব লার্ভা পাওয়ার পর তা ওষুধ দিয়ে ধ্বংস করে মশক নিধন কর্মীরা।

এ সময় বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড ও মামলা ছাড়াও সচেতন করা হয় বাড়ির মালিকদের।

আসাদগেট, মিরপুর, টোলারবাগ ও উত্তরার বিভিন্ন এলাকায় চলে উত্তর সিটির অভিযান। যা চলবে ২০ মে পর্যন্ত।

এসএমএম

আরও পড়ুন