• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০২০, ০১:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০২০, ০১:৪২ পিএম

ইউনাইটেড হাসপাতালে আগুন

তদন্তে নেমেছে সিআইডি, ৪ জনের দাফন

তদন্তে নেমেছে সিআইডি, ৪ জনের দাফন
ঘটনা তদন্তে নেমেছে সিআইডি ● সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গুলশান অপরাধ বিভাগের এডিসি আবদুল আহাদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে।

বুধবার (২৭ মে) রাত ৯ টা ৫৫ মিনিটে হাসপাতালে রাজধানীর গুলশানে অভিজাত ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুতকৃত তাবু দিয়ে নির্মিত অস্থায়ী করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এ সময় সেখানে চিকিৎসাধীন ৫ জন রোগী মারা যান। তাদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত ছিলেন।

ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের ধারণা, অস্থায়ীভাবে নির্মিত ওই ইউনিটের এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনের ঘটনায় নিহত পাঁচ জনের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে। করোনা উপসর্গ থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর স্বাস্থ্যবিধি মেনে দাফন হয়েছে।

ভারনন এ্যান্থনী পল নামে অন্য রোগীর করোনা নেগেটিভ আসায় তার মরদেহ দাফন হবে চট্টগ্রামে।

কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিসও।

আগুনের ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

এসএমএম

আরও পড়ুন