• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ১২:৩৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩, ২০২০, ১২:৩৭ এএম

রাজধানীর ২৩ পশুরহাটের ১০টিতেই করোনা ঝুঁকি

রাজধানীর ২৩ পশুরহাটের ১০টিতেই করোনা ঝুঁকি
ফাইল ছবি

রাজধানীতে এ বছর দরপত্র আহ্বান করা ২৩ পশুর হাটের মধ্যে ১০টিই করোনা সংক্রমনের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। কয়েকটি আবার ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি কাউন্সিলরদের অনেকে হাট বসানোর বিপক্ষে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় হাট বসানো হবে না। তবে এখনও সিদ্ধান্ত আসেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে।

রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রতি বছরের মতো এবারও পশুর হাটের দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বর্তমানে এখানে করোনা আক্রান্ত ৩৪০ জন। দেড় মাস আগেও যে সংখ্যা ছিল ৯৮ জন।

উত্তর সিটির মোহাম্মাদপুর, উত্তরা, মিরপুর, আফতাবনগরে বেশি করোনা রোগী থাকা সত্ত্বেও হাট ইজারার আহ্বান করা হয়েছে।

রাজধানীর আরেক পশুর হাট বসছে দক্ষিণ সিটির শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে। দেড় মাসে এখানে রোগী বেড়েছে ৫০ জন।

লালবাগ, হাজারীবাগ, কমলাপুর, যাত্রাবাড়ি, খিলগাঁওতেও বসছে পশুর হাট।

অনেক কাউন্সিলরও মনে করছেন করোনার এই পরিস্থিতিতে পশুরহাট বসানো যৌক্তিক হবে না।

ঢাকা উত্তরে ৯টি হাটের ইজারা দেয়া হচ্ছে। এর মধ্য তেজগাঁও, উত্তরা এবং আফতাবনগরে আবাসিক এলাকার হাট বাতিলের কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম।

দক্ষিণে বসছে ১৪টি হাট।

ঢাকার দুই সিটি করপোরেশন পশুরহাটের দরপত্র আহ্বান করার পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে হাট বসালে করোনার বিস্তার ঘটার শঙ্কা রয়েছে। তারা অনলাইন বা বিকল্প মাধ্যমে পশু কেনাকাটার বিষয়ে জোর দেন। তাই অনলাইনের বিকল্প ভাবছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

কেএপি

আরও পড়ুন