• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ১২:৩০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০২০, ১২:৩০ এএম

কোভিড-১৯

গত ৩০ দিনেই মারা গেছে ১২৪১ জন

গত ৩০ দিনেই মারা গেছে ১২৪১ জন
ফাইল ছবি

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) মৃত্যু ছাড়িয়েছে দুই হাজার। এর মধ্যে গত ৩০ দিনেই মারা গেছে ১২৪১ জন। অথচ প্রথম দুই মাসে মৃত্যু ছিল মাত্র সাড়ে তিনশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য, মৃতদের ৭৭ ভাগই পুরুষ এরং মোট প্রাণহানির অর্ধেকই ঢাকায়। গবেষকরা বলছেন, যেহেতু সংক্রমণ বাড়ছে তাই মৃত্যুর হারও বেশি।

দেশে করোনা সংক্রমণের ১০ দিন পর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম এক হাজার জনের মৃত্যু হয় তিন মাসে। এরপর মাত্র ২৫ দিনেই মারা যায় আরও এক হাজার।

করোনায় এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছে ৩০ জুন। গত এক মাস প্রতিদিন গড়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। মন্ত্রী, সচিব থেকে করোনায় প্রাণ গেছে অনেক গুণীজনের। মারা গেছেন ৬০ জনের বেশি চিকিৎসক।

করোনা আক্রান্তদের ৭১ ভাগ পুরুষ। মারাও গেছে নারীদের তুলনায় বেশি। মৃত্যুর হার নারী ২৩ আর পুরুষ ৭৭ ভাগ। আর ৬০ বছরের বেশি বয়সীরা সবচেয়ে বেশি ৩৯ ভাগ মারা গেছেন।

করোনায় ঢাকা মহানগরে প্রায় ৫শসহ পুরো বিভাগে ১০২৯ জনের মৃত্যু হয়েছে। অন্য ছয় বিভাগে ৪৬৭ জন মারা গেলেও শুধু চট্টগ্রাম বিভাগেই মারা গেছে ৫৫৭ জন।

কোভিড হাসপাতালে এখনও ফাঁকা থাকছে ৪০ ভাগ বেড। অথচ প্রতিদিন অনেক রোগী বাড়িতে মারা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে মৃত্যু কমানো সম্ভব।

গবেষকরা বলছেন, করোনায় সংক্রমণ না কমলে মৃত্যু কমবে না। তাই সংক্রমণ ঠেকানোই বড় চ্যালেঞ্জ।

কেএপি

আরও পড়ুন