• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৮, ২০২০, ১২:৪১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০২০, ১২:৪১ এএম

ডিএসসিসি

প্রথম মেয়র প্যানেল নির্বাচন সম্পন্ন

প্রথম মেয়র প্যানেল নির্বাচন সম্পন্ন
সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি) এর ইতিহাসে প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে এই মেয়র প্যানেল নির্বাচিত করা হয়।

তিন সদস্যবিশিষ্ট প্যানেলের সদস্যরা হলেন- ৪৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী।

মেয়র প্যানেল নির্বাচনে উল্লেখিত তিনজনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করেন। পাঁচ বছরেরও অধিক সময় পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বোর্ড সভার অনুমোদনে এবারই প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হলো।

কেএপি

আরও পড়ুন