• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০২০, ০৬:৪২ পিএম

লাজ ফার্মায় অননুমোদিত ওষুধ জব্দ  

লাজ ফার্মায় অননুমোদিত ওষুধ  জব্দ  

রাজধানীর কাকরাইলে লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ সরকারের অনুমোদনহীন ওষুধ ও ইনজেকশন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অভিযানে অননুমোদিত ওষুধ ও রাজস্ব ফাঁকি দিয়ে আনা ইনজেকশন জব্দ করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী  মাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করে দিয়েছে। তাছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কাকরাইলের লাজ ফার্মায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও রাজস্ব ফাঁকি দিয়ে আনা ইনজেকশন আমরা পাই। এসব ওষুধের রাজস্ব পরিশোধের নথি কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। এর অধিকাংশগুলিই তারা আমদানি করেছেন লাগেজ পার্টির মাধ্যমে। বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে।