• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২০, ০৫:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২০, ০৫:৫৫ পিএম

কুকুর নিধন থামাতে তাপসকে মানেকার  চিঠি

কুকুর নিধন থামাতে তাপসকে মানেকার  চিঠি
ফাইল ছবি

কুকুর নিধন এবং অপসারণ বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে চিঠি লিখেছেন বিশিষ্ট প্রাণী অধিকার কর্মী মানেকা সঞ্জয় গান্ধী।

বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে ভারতের এই রাজনীতিবিদ তাপসকে ‍কুকুর হত্যা থামানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘ঢাকার অসংখ্য সচেতন নাগরিকের বার্তায় আমরা শঙ্কিত। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কুকুরকে মেরে ফেলা হয়েছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পশুর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের জন্য মেয়রকে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তিনি।

বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন-২০১৯’র উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী কুকুর নিধন এবং অপসারণ বেআইনি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, ঢাকা শহরের আনুমানিক ৬০ হাজারের মতো বেওয়ারিশ কুকুর থাকতে পারে। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। এসব কুকরকে অপসারণ কিংবা নিধনের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুর মারার ভিডিও এবং ছবি দেখা যাচ্ছে।

এই কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার অভিনেত্রীর সঙ্গে যৌথভাবে জনস্বার্থে এ আবেদন করে প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার।

জাগরণ/এমইউ