• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ০২:১৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২০, ০২:১৯ পিএম

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক মারা গেছেন। একই ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি ২ জনকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শ্রমিকের মৃত্যু হয়।

এ প্রসঙ্গে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ধানমন্ডি-৩২ নম্বর এলাকার মাস্টার মাইন্ড স্কুল সংলগ্ন একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে পড়ার ঘটনায় ৩ জন মারা গেছেন। এই ঘটনায় আরো ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

মূলত বিল্ডিংকোড না মেনে নির্মাণ কাজ ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন