• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০২০, ০৭:০৬ পিএম

বংশালে সড়কে হঠাৎ বিস্ফোরণ, আহত ৭

বংশালে সড়কে হঠাৎ বিস্ফোরণ, আহত ৭

রাজধানীর বংশালের আরমানিটোলা মাঠ গেটের পশ্চিম পাশের রাস্তায় হঠাৎ বিস্ফোরণে সাত পথচারী আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।


আহতদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফেরদাইস আলম (৩৪), নায়েব আলী (৪৫) ও সোহাগ (৩৮)।

স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণে সড়কের অংশগুলো ছিটকে কয়েক জন পথচারীর শরীরে আঘাত করে। ঘটনাস্থলে রাস্তার নিচ দিয়ে সুয়ারেজ লাইন রয়েছে। রাস্তায় নিচে কোনোভাবে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণস্থলে সড়কের বেশ কিছু অংশ ভেঙে গর্ত হয়ে গেছে।

বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির জানান, রাস্তার নিচে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে। বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

জাগরণ/এমইউ