• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৯, ১২:২৬ পিএম

আজও কালশীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আজও কালশীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করছে পোশাক শ্রমিকরা -ছবি : কাশেম হারুন

 

সরকারের দেয়া আশ্বাসের মধ্যেই সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে আজও মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

বুধবার (৯ জানুয়ারি) সকাল থেকে সাড়ে ১১টায় মিরপুরের কালশীর ২২ তলা ভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে বিক্ষোভকারী শ্রমিকরা। এর ফলে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী আশিকুর রহমান জানান, সকাল থেকেই কালশীর ২২ তলা ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আশপাশের পোশাক শ্রমিকরা। সোমবার (৭ জানুয়ারি) সরকারের সঙ্গে বৈঠকে পোশাক শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও কালশীর পোশাক শ্রমিকরা বলছে, মালিক বা কর্তৃপক্ষ তাদের এ ধরনের কোনো তথ্য জানায়নি।

পল্লবী থানার এসআই তুমিকুল ইসলাম জাগরণ জানান, কালশীতে সড়কে অবস্থান নিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছে। সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন ।

আরআর/ এএস