• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০২১, ০৮:৫৫ পিএম

‘শান্তির সুবাতাস আনতে হলে রাসূলের মানবপ্রেমের পথে চলতে হবে’

‘শান্তির সুবাতাস আনতে হলে রাসূলের মানবপ্রেমের পথে চলতে হবে’

কুতুববাগ দরবার শরীফের পীর ও মোর্শেদ খাজাবাবা হযরত সৈয়দ জাকির শাহ বলেছেন, আখেরী নবী হযরত মোহাম্মদ সা: -এর জীবনাদর্শ  অনুসরণের মধ্য দিয়ে ইসলামের প্রকৃত আর্দশ বাস্তবায়ন করা সম্ভব। আমাদের অশান্তির পৃথিবীতে শান্তির সুবাতাস আনতে হলে রাসূলে কারীম সা:-এর মানবপ্রেমের পথে চলতে হবে। 

বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে তিনি এসব কথা বলেন।

৩৪ ইন্দিরা রোডে কুতুববাগ দরবার শরীফের সদর দপ্তরে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: -এর অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আখেরী নবী হযরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সা:-এর জীবনাদর্শ নিয়ে কোরআন ও হাদিসের আলোকে বিশদ আলোচনা করেন। 

দরুদ ও মিলাদ কিয়ামের মাধ্যমে রাসূল সা:-এর প্রতি ছোয়াবরেসানী শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যান ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর ও মোর্শেদ খাজাবাবা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী পীরকেবলাজান।

জাগরণ/এমএইচ