• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৮:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০২১, ০৮:৩৯ পিএম

জরিমানা দিল লাইসেন্সবিহীন পুলিশের গাড়ি

জরিমানা দিল লাইসেন্সবিহীন পুলিশের গাড়ি

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়ক ও সারাদেশে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করছিল শিক্ষাথীরা। এ সময় রেজিস্ট্রেশন নম্বর না থাকায় পুলিশের একটি গাড়িকে আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের চাপের মুখে লাইসেন্সবিহীন পুলিশের এই গাড়িকে জরিমানা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার (১ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায়।

এ সময় গাড়িটি যে পুলিশ সদস্য চালাচ্ছিলেন তার ড্রাইভিং লাইসেন্স চেয়েও পাননি শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ওই গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানান। তবে প্রথমে পুলিশ মামলা নিতে রাজি হননি।

এ সময় শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করে। তারপর শিক্ষার্থীরা গাড়িটিকে জোর করে রাস্তার পাশে পার্ক করে ঘিরে রাখে। পরিস্থিতি সামাল দিতে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার নুরুল আমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত গাড়িটিকে আটকে রাখা হবে।

ঘণ্টাখানেক বাববিতণ্ডার পর শিক্ষার্থীদের চাপের মুখে দুপুর দেড়টার দিকে একজন ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে এসে গাড়িটির চালক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে খিলগাঁও জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান সাংবাদিকদের ওই চালকের ব্যাপারে বলেন, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় আমরা তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছি। তিনি এক বছর লাইসেন্স নবায়ন করেননি।

গাড়ির রেজিস্ট্রেশন নম্বর নেই কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। এখনো সেটি হাতে পাওয়া যায়নি।

এমইউ