• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০১৯, ০৩:৪৭ পিএম

রাজধানীর রাস্তায় সকাল-বিকাল পানি ছিটাতে হাইকোর্টের নির্দেশ

রাজধানীর রাস্তায় সকাল-বিকাল পানি ছিটাতে হাইকোর্টের নির্দেশ

 

রাজধানীতে বায়ুদূষণ প্রতিরোধে সকাল-বিকাল রাস্তায় পানি ছিটানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকা মহানগরে চলমান উন্নয়নমূলক কার্যক্রমের ফলে বায়ুদূষণ বাড়ার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত।

রিটের বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ দৈনিক জাগরণকে জানান, রাজধানীর যেসব স্থানে উন্নয়নমূলক এসব কাজের ফলে বায়ুদূষণ হচ্ছে,  সেসব স্থানে প্রতিদিন দুইবার করে পানি ছিটাতে এই নির্দেশ দেয়া হয়েছে। 

তাছাড়া বায়ুদূষণ নিয়ে রুলও জারি করা হয়েছে। এতে বায়ুদূষণ রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সকলকে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ এফ নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেয়।

মা আ/আরআই