• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৪:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০২২, ০৪:০৮ এএম

‘আমাদের দেশের হাইকমিশনারদের অধিকাংশেরই জন্মতারিখ ঠিক নেই’

‘আমাদের দেশের হাইকমিশনারদের অধিকাংশেরই জন্মতারিখ ঠিক নেই’
ডা. জাফরুল্লাহ চৌধুরী

আমাদের দেশে যত হাইকমিশনার রয়েছে, তাদের অধিকাংশেরই জন্মতারিখ ঠিক নেই, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ‘প্রবাসীদের সংকট উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্যটি করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ১ কোটি ২৫ লাখ প্রবাসী শ্রমিক রয়েছে বর্তমানে। তাদের অধিকাংশেরই পাসপোর্ট সমস্যা রয়েছে। এছাড়া ২৫ লাখ প্রবাসীর রয়েছে পাসপোর্ট সমস্যা। আমাদের দেশে যত হাইকমিশনার রয়েছেন, তাদের অধিকাংশেরই জন্মতারিখ ঠিক নেই।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যারা আমার দেশ গড়ছে, তাদের সাথে নেমকহারামি সহ্য হবে না। তারা না থাকলে আমাদের খাওয়া জুটবে না। অন্যান্য দেশ থেকে আমাদের শেখার আছে যে প্রবাসীদের সাথে কেমন আচরণ করা হয়। অন্যান্য দেশে ভিআইপিভাবে রিসিভ করা হয় প্রবাসীদের। তাদের স্পেশাল ট্রিটমেন্ট দেয়া হয়। অন্য দেশ করতে পারলে আমরা কেন পারবো না? প্রবাসীদের ন্যায্য সম্মান দিতে হবে। প্রবাসীরাও মুক্তিযোদ্ধার সমান কারণ, তারাও দেশ গড়তে ভূমিকা রাখে।

ইউএম