• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৯, ০৭:৩৩ পিএম

গুঁড়িয়ে দেয়া হয়েছে বুড়িগঙ্গা তীরের ৪৪৪টি অবৈধ স্থাপনা

গুঁড়িয়ে দেয়া হয়েছে বুড়িগঙ্গা তীরের ৪৪৪টি অবৈধ স্থাপনা
বুড়িগঙ্গার নদীর তীরে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত।

 

বুড়িগঙ্গার নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৪৪৪টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতারিত করার পরিকল্পনা নিয়ে মাঠে নামে। আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত গত এক সপ্তাহে বুড়িগঙ্গার তীরে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এগুলোর মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, নদী উদ্ধারে ৫ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে এই অভিযান। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এমএম/সাইসে