• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০১৯, ১২:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০১৯, ০৯:৫৪ পিএম

ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুরে চালু হলো চক্রাকার বাস সার্ভিস

ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুরে চালু হলো চক্রাকার বাস সার্ভিস
ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুরে বুধবার ( ২৭ মার্চ ) চালু হলো বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস


রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে সার্কুলার বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) কলাবাগান এলাকা থেকে সার্কুলার বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিআরটিসির চেয়ারম্যান মো.ফরিদ আহমদ ভূঁইয়া, বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ।

জানা গেছে, সরকার নিয়ন্ত্রিত পরিবহন সংস্থা বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিস ব্যবস্থার মধ্য দিয়ে এই রুটে অন্যান্য পরিবহন সরিয়ে নেয়া হবে।  

বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস -ছবি : জাগরণ

প্রথম অবস্থায় বিআরটিসির ২০-২৫টি বাস চালু থাকবে। পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দিলে বাসের সংখ্যা বাড়তে পারে। বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। সার্কুলার বাসের জন্য ৩৬টি স্টপেজ থাকবে। প্রতি ৫ মিনিট পর পর নির্দিষ্ট কাউন্টারে বাসগুলো উপস্থিত হয়ে যাত্রী যাই থাকুক না কেন ৫ মিনিটেই বাসটি কাউন্টার ছেড়ে যাবে। সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। সর্বোচ্চ ভাড়া হবে ৩০ টাকা।

সার্কুলার বাস সার্ভিসগুলো আজিমপুর হয়ে নিউমার্কেট-সায়েন্সল্যাব-ধানমণ্ডি ২নং রোড-সাত মসজিদ রোড-ধানমণ্ডি ২৭-সোবহানবাগ-রাসেল স্কয়ার-কলাবাগান-ধানমণ্ডি ৬ নং রোড- ৩নংরোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-নীলক্ষেত-কাঁটাবন-বাটা ক্রসিং-সায়েন্সল্যাব-ধানমণ্ডি ২ নং রোড হয়ে সাত মসজিদ রোডে চলাচল করবে।

অন্যদিকে সোবহানবাগ হয়ে রাসেল স্কয়ার দিয়ে কলাবাগান-ধানমণ্ডি ৬ নং রোড ক্রসিং- ৩ নং রোড ক্রসিং-সায়েন্সল্যাব-বাটাক্রসিং-কাঁটাবন-নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট-সাযেন্সল্যাব-৩নং রোড-৬নং রোড ক্রসিং-কলাবাগান-সোবহানবাগ-ধানমণ্ডি ২৭ নং রোড পূর্ব মাথা-সাত মসজিদ রোড-বিজিবি-ধানমণ্ডি ২ নং রোড-৩নং রোড ইউটার্ণ-সায়েন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন-নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট।

বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস -ছবি : জাগরণ

সার্কুলার বাসের জন্য মোট ৩৬টি স্টপেজ থাকবে। আপ এবং ডাউনে বাসগুলোর যেসব জায়গায় স্টপেজ থাকবে তাতে দেখা গেছে কাঁটাবন-নীলক্ষেত রাস্তার এলইডি সাইন এর সামনে ও বিপরীত পাশে স্টপেজ রয়েছে। এছাড়া নীলক্ষেত-পলাশীতে স্টপেজ থাকবে। মিরপুর রোডের নিউমার্কেট-সায়েন্সল্যাবগামী বাস থামবে নিউমার্কেট বাস বে’তে, অন্যদিকে সায়েন্সল্যাব হয়ে নিউমার্কেট যে বাসটি যাবে সেটা থামবে বলাকা সিনেমা হলের সামনে, ঢাকা কলেজ-সায়েন্সল্যাব রোডে যে বাসটি চলবে সেটি থামবে টিচার্স ট্রেনিং কলেজের সামনে। এছাড়া সায়েন্সল্যাব-ঢাকা কলেজগামী বাস থামবে জনতা ব্যাংকের সামনে।

বাস স্টপেজ থাকছে পপুলার হাসপাতালের পশ্চিমে, সিটি কলেজের পশ্চিমে, ব্যাংক এশিয়ার সামনে, সীমান্ত ব্যাংক যাত্রী ছাউনি, ইউল্যাব এর সামনে, মেডিনোভার সামনে, কেয়ারি প্লাজা, আলমাসের সামনে, শংকর বাসস্ট্যান্ড, ৫২ নং বাসার সামনে, কবি নজরুল ইন্সটিটিউট ইন্টারসেকশন, সোবহানবাগ দ্বীন মোহাম্মদ হাসপাতালের সামনে, প্রিন্স প্লাজা ও হোসেন প্লাজার সামনে, কলাবাগান মাঠের বিপরীতে, কলাবাগান মাঠের পাশে, ধানমণ্ডি ৮নং রোড মাঠের বিপরীতে-ল্যাবএইডের সামনে, ল্যাবএইডের বিপরীতে, সায়েন্সল্যাব গেইটের সামনে, আল আরাফঢা ইসলামী ব্যাংকের সামনে, পলাশী মোড় এবং আজিমপুর মোড়ে।  

এএইচএস/আরআই