• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০১৯, ০৭:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০১৯, ০৭:৩০ পিএম

বিমানের শিডিউল বিপর্যয়

অভ্যন্তরীণ রুটের ১০ ফ্লাইট বাতিল

অভ্যন্তরীণ রুটের ১০ ফ্লাইট বাতিল

মিয়ানমারে ড্যাশ এইট উড়োজাহাজ বিকল হয়ে যাওয়ায় অভ্যন্তরীণ গন্তব্যে শিডিউল ঠিক রাখতে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরইমধ্যে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান কর্তৃপক্ষ বলছে, শনিবার (১১ মে) ভাড়ায় আনা বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ বহরে যোগ হলে আপাতত বিপর্যয় কাটবে। 

অভ্যন্তরীণ সাত ও আঞ্চলিক কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানের বহরে আছে তিনটি ড্যাশ এইট উড়োজাহাজ। এর মধ্যে একটি বুধবার ইয়াঙ্গুনে দুর্ঘটনায় পরে।

উড়োজাহাজটি দিয়ে পুনরায় ফ্লাইট পরিচালনা করা যাবে কিনা তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। ফলে এই রুটগুলোতে আপাতত ২টি ড্যাশ এইট উড়োজাহাজ দিয়েই ফ্লাইট পরিচালনা করতে হবে বিমানকে।

১২ মে (সোমবার) পর্যন্ত বিভিন্ন অভ্যন্তরীণ রুটের ১০ টি ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে।

ভাড়ায় আনা বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ দিয়ে আপাতত চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বিমান। 

১৬২ আসনের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ সাধারণত মাঝারি দূরত্বের গন্তব্যে ব্যবহার হয়। এটি দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা লাভজনক হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ।

এসএমএম