• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০১৯, ০৪:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০১৯, ১০:৩৬ পিএম

ঈদে বাসের টিকিট বিক্রি শুরু ১৭ মে, ট্রেনের ২২ মে 

ঈদে বাসের টিকিট বিক্রি শুরু ১৭ মে, ট্রেনের ২২ মে 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মে থেকে বাসের অগ্রিম টিকিট ও ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে ২৬ মে পর্যন্ত। সোমবার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র দৈনিক জাগরণকে জানায়, আগামী ১৭ মে সকাল ৬টা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের পরিবহনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। তবে ৫ অথবা ৬ মে তারিখকে ঈদের সম্ভাব্য দিন ধরে এদিনের অগ্রিম টিকিট দেওয়া হবে ৩০ মে থেকে। এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য টিকিট কাউন্টারের সামনে শামিয়ানা টাঙ্গানো কিংবা বা বিকল্প ব্যবস্থা নেয়ার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে পরিবহন কোম্পানিগুলোকে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২২ মে

২২ মে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘সরকার রেলের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ও যাত্রীসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তাই করবো। আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৬ মে পর্যন্ত।’

সচিব বলেন, ‘দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। কোনও যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া থেকে এই টিকিট পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘আমরা ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরেছি। এই হিসাবে আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মে’র টিকিট, ২৩ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

এছাড়া রেলের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। এদিন পাওয়া যাবে ৭ জুনের টিকিট। ৩০ মে বিক্রি হবে ৮ জুনের টিকিট। ৩১ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ১ জুন বিক্রি হবে ১০ জুনের টিকিট এবং ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট।

এবারের ঈদ উপলক্ষ্যে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।

এএইচএস/আরআই