• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০১৯, ০১:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০১৯, ০১:৩৬ পিএম

সন্ধ্যায় যাচ্ছেন নতুন পাইলট, শনিবার ফিরবেন প্রধানমন্ত্রী 

সন্ধ্যায় যাচ্ছেন নতুন পাইলট, শনিবার ফিরবেন প্রধানমন্ত্রী 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সফররত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে বিমানের বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনারে নতুন পাইলট হিসেবে যুক্ত হচ্ছেন ক্যাপ্টেন আমিনুল। শুক্রবার (০৭ জুন) সন্ধ্যায় তাকে কাতার পাঠানো হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের সূত্রে এতথ্য জানা গেছে। 

বিমানের বোয়িং ৭৮৭ এর পাইলট ফজল মাহমুদ নিজের পাসপোর্ট ছাড়া গত ৫ জুন প্রধানমন্ত্রীকে আনতে ভিভিআইপি ফ্লাইট নিয়ে কাতার যান। পাসপোর্ট না থাকায় ইমিগ্রেশন পুলিশের হাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার পর তাকে এই ফ্লাইট থেকে প্রত্যাহার করা হয়। অবশ্য তাকে ফিরিয়ে আনতে গতকাল রাতেই তার পাসপোর্ট ঢাকা থেকে কাতার পাঠানো হয়।

বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ শুক্রবার দৈনিক জাগরণকে বলেন, ‘আগামীকাল (০৮ জুন) প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে। দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ভিভিআইপি ফ্লাইট বোয়িং ৭৮৭ অবস্থান করছে।’

তিনি আরো বলেন, ‘বিমান কর্তৃপক্ষের মনে হয়েছে, এ ধরণের ঘটনার পর পাইলট ফজল মাহমুদ স্বাভাবিকভাবে ফ্লাইট অপারেশনের দায়িত্ব পালন করতে পারবেন না। সেজন্যই তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ সন্ধ্যায় নতুন পাইলট আমিনুলকে পঠানো হচ্ছে।’

এমএএম/বিএস