• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৩:১০ পিএম

সেতুতে ভাঙন, ঢাকা থেকে সিলেট যেতে হবে বিকল্প পথে

সেতুতে ভাঙন, ঢাকা থেকে সিলেট যেতে হবে বিকল্প পথে


ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর ৪র্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় এ সেতু দিয়ে সব ধরনের ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

একই সাথে এ সেতু বন্ধ থাকাকালীন বিকল্প সড়ক হিসেবে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৯টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ এ তথ্য জানান। সেতুটি যান চলাচলের উপযোগী করতে তিন থেকে ১০ দিন লাগবে বলেও জানা তিনি। 

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার এ সেতুটির চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। পরে সওজ এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়।

আরআই