• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ০৫:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৫:২৭ পিএম

সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ কমিটি গঠন

সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ কমিটি গঠন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আগামী দুই মাসের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে সমন্বয় করে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (১৯ জুন) রাজধানির নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভা শেষে তিনি এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

সেতু মন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে অবৈধ যানবাহন শনাক্ত করে উচ্ছেদ করা হবে। মেয়রের নেতৃত্বাধীন সমন্বয় কমিটি ঢাকা মহানগরিতে ফুটপাত ও যে কোন স্থানে গাড়ি পার্কিং বন্ধসহ যানজট নিরসনে কাজ করবে। সেতুমন্ত্রী ট্রাফিক সিগ্যনালকে আরো কার্যকর করার ওপরও গুরত্বারোপ করেন।

এমএএম/টিএফ