• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০১৯, ০২:৪২ পিএম

পদ্মা সেতুর ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে : সেতুমন্ত্রী

পদ্মা সেতুর ৭০ ভাগ কাজ সম্পন্ন  হয়েছে : সেতুমন্ত্রী
চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ-সংগৃহীত

পদ্মা সেতুর সয়েল টেস্ট বা মাটির স্তর নিয়ে সৃষ্ট জটিলতা কেটে গেছে। এ তথ্য জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এরইমধ্যে পদ্মা সেতুর ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ১৩নং স্প্যান বসানো হয়ে গেছে। এখন ১৪নং স্প্যান বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওবায়দুল কাদের। 

পদ্মা সেতুর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সয়েল টেস্ট অর্থাৎ মাটির স্তর নিয়ে আমরা একটু সমস্যায় পড়েছিলাম, তবে সে সমস্যা আর নেই, কেটে গেছে।

এমএএম/এসএমএম