• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ০৯:০৭ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০১৯, ০৯:০৭ এএম

৮ দিন পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

৮ দিন পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু


টানা ৮ দিন বন্ধ থাকার পর গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত ১০টা থেকে গাইবান্ধা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে ছেড়ে যায় আলহামরা, এসআর, শ্যামলী, হানিফসহ ঢাকাগামী সব পরিবহনের বাস।

এর আগে স্থানীয় শ্রমিক সংগঠনের ওপর অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে ৬ জুলাই থেকে গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা। এতে টানা ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ খেটে খাওয়া বাস শ্রমিকরা। নিরুপায় যাত্রীরা অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছেন।

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বিপ্লব বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ অচলাবস্থার সৃষ্টি হয়। শনিবার রাত ৮টায় ঢাকার গাবতলীতে বাস মালিক গ্রুপ সমিতির কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধান হয়। পরে রাত ১০টা থেকে গাইবান্ধা-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

আরআই

আরও পড়ুন